শাহ্ আলী থানা এলাকা হতে জঙ্গি সংগঠন এর ৩সদস্য কে গ্রেপ্তার করেছে র্যাব- ৪
আজিজ স্টাফ রিপোর্টারঃ
ঢাকা মহানগরীর শাহ আলী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর ০৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪
গোপন সংবাদের ভিত্তিতে ৩০ নভেম্বর র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর শাহ আলী থানাধীন মিরপুর বেড়ীবাধ রোডস্থ নবাবের পাকার মাথার এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আনসার আল ইসলাম” এর নিম্নোক্ত ০৩ সক্রিয় সদস্য’কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ
(ক) মোঃ মাহফুজুর রহমান (২৩), জেলা- কুমিল্লা।(খ) মোঃ লোকমান হোসেন (২০), জেলা- শেরপুর।
(গ) মোঃ শিপন মিয়া (২৪), জেলা- বগুড়া।
র্যাব-৪ এর মুখপাত্র জানাই খন্দকার মঈন জানান- গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘‘আনসার আল ইসলাম’’ এর সদস্য বলে স্বীকার করেছে। তারা ধর্মীয় ব্যাখ্যা বিকৃত করে সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করায় সক্রিয় ছিলো। উল্লেখ্য যে, তারা সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমকে চরমপন্থার উস্কানি দেওয়ার প্লাটফর্ম হিসাবে ব্যবহার করে আসছিলো।
(ক) মোঃ মাহফুজুর রহমান (২৩)’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পেশায় একজন শিক্ষক। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বেনামী আইডি ব্যবহার করে “আনসার আল ইসলাম” এর সদস্যেদের সাথে যোগাযোগ করতো। সে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা এলাকায় বিগত ০৩ বছর যাবৎ “আনসার আল ইসলাম” এর কার্যক্রম পরিচালনা করে আসছিল। সে অনলাইনে ও অফলাইনে বিভিন্ন বক্তব্য এবং উগ্রবাদী ভিডিও প্রচার করে উগ্রবাদী সংঘঠনের জন্য তহবিল সংগ্রহ ও নতুন নতুন সদস্য সংগ্রহ করে আসছিল। সে নিয়মিত আনসার আল ইসলামের নেতৃস্থানীয় সদস্যদের সাথে যোগাযোগ রক্ষা করে কুমিল্লা জেলা বিভিন্ন থানা এলাকার সক্রিয় সদস্যদের সমন্বয় সাধনে কাজ করত বলে জানা যায়।
(খ) মোঃ লোকমান হোসেন (২০)’কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পেশায় একজন ছাত্র । সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বেনামী আইডি ব্যবহার করে “আনসার আল ইসলাম” এর সদস্যেদের সাথে যোগাযোগ করতো এবং “আনসার আল ইসলাম” এর সদস্যদের নিয়ে অনলাইনভিত্তিক কর্মপরিকল্পনাসহ উদ্ধুদ্ধকরণের জন্য বিভিন্ন বক্তব্য এবং উগ্রবাদী ভিডিও প্রচার করে আসছিল। সে কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইনে প্রশিক্ষন প্রাপ্ত হওয়ায় বিভিন্ন উগ্রবাদী ছবি, ভিডিও, লেখা, মতবাদ প্রচার করে নতুন সদস্যদের উদ্ধুদ্ধ করে আসছিল। সে বিগত ০৩ বছর যাবৎ নিয়মিত ঢাকা ও বরিশালে অবস্থানরত “আনসার আল ইসলাম” এর সদস্যদের সাথে সরাসরি দেখা করে বিভিন্ন দিক নির্দেশনা নিয়েছে বলে জানায়।
(গ) মোঃ শিপন মিয়া (২৪)’কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পেশায় স্পিনিং মিলের শ্রমিক। সে “আনসার আল ইসলাম” এর সক্রিয় সদস্য হিসেবে অন্যান্য সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপনের পাশাপাশি অন্যদের উদ্ধুদ্ধকরণের জন্যে অনলাইনে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি ও ভিডিও প্রচার করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অন্যান্য সহোচরদের গ্রেফতারে র্যাব এর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।