সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

শাহজালাল বিমানবন্দর থেকে সৌদি রিয়াল জব্দ,আটক ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪০ বার পঠিত

শাহজালাল বিমানবন্দর থেকে সৌদি রিয়াল জব্দ,আটক ১

মোঃ মিজানুর রহমানঃ রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  পোশাক রপ্তানির আড়ালে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা বিদেশে পাচারের চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটর (এভসেক)।এ ঘটনার সাথে  সম্পৃক্ততার অভিযোগে  মোঃ হাসান আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।তিনি স্টার এক্সপ্রেসের কর্মী বলে জানা গেছে।এসময় তার নিকট থেকে  ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল,২০ হাজার সিঙ্গাপুরের ডলার পাওয়া যায়।যার বাংলাদেশি ১২ কোটি ৫১ লাখ ৭৫ হাজার ৬৯১ টাকার সমান।সোমবার দিবাগত রাত ৮টার ২০ মিনিটের দিকে শাহজালাল বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজে এলাকায় এ ঘটনা ঘটে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান আজ  মঙ্গলবার  এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান,সোমবার দিবাগত রাত  ৮টা ২০ মিনিটের দিকে কনসাইনম্যান্টটি সিঙ্গাপুর কার্গোতে (এসকিউ-৪৪৭) করে  সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব মুদ্রা বিদেশে পাচারের চেষ্টা চলছিল।কার্টনের ভেতরে রিয়ালগুলো কার্বন পেপারে মোড়ানো ছিল।ফ্রেইটার প্রতিষ্ঠান স্টার এক্সপ্রেস লাইনের চালান থেকে মুদ্রা পাওয়া যায়।এ বিষয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে।

মোঃ মিজানুর রহমান
১৪ সেপ্টেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..