শারীরিক প্রতিবন্ধী মা ও ছেলে নিখোঁজ মুন্সিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি।
সাদ্দাম হোসেন স্টাফ রিপোর্টার মুন্সিগঞ্জ।
মুন্সিগঞ্জ পৌরসভা পশ্চিম দেওভোগ মোজাম্মেলের স্ত্রী লাবনী আক্তার (২৩) ও ছেলে মুরসালিন (২) কে সাথে করে গত ০৪/০৭/২০২২ ইংরেজি তারিখে সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় পরিবারকে না জানিয়ে প্রতিবন্ধী লাবনী আক্তার নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনদের বাড়িতে ও বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে, লাবনী আক্তারের পিতা মোচন বেপারী মুন্সিগঞ্জ সদর থানায় মেয়ে ও নাতির সন্ধান পাওয়ার জন্য নিখোঁজের সাধারণ ডায়েরি করেন যাহার জি,ডি নং ৩২৭ তারিখ ০৭-০৭-২০২২ ইংরেজি, তদন্ত কর্মকর্তা এস আই মোঃ ফিরোজ আলী মুন্সিগঞ্জ সদর থানা, এস আই মোঃ ফিরোজ আলী রিপোর্টার বাংলা টিভি কে বলেন, প্রতিবন্ধী লাবনী আক্তার ও ছেলে মুরসালিন কে খুঁজে বের করার কাজ অব্যাহত আছে ইতিমধ্য আমরা বেতারের মাধ্যমে মুন্সিগঞ্জ জেলা সহ বিভিন্ন জেলায় মেসেজ দিয়েছি আশা করি অল্প দিনের মধ্যে খুঁজে বের করতে পারবো, তবে নিখোঁজ ব্যক্তিদের সাথে মোবাইল না থাকায় খুঁজে বের করতে সময়ের প্রয়োজন।
নিখোঁজ ব্যক্তিদের বর্ণনা
নাম লাবনী আক্তার (২৩) উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি, মুখমন্ডল গোলাকৃতি, গায়ের রং শ্যামলা বর্ণ, শিক্ষকতা যোগ্যতা চতুর্থ শ্রেণী, কথাবার্তা অস্পষ্ট, মাথায় ঘন কালো চুল, পড়নে হলুদ রঙের থ্রি পিস পরিহিত ছিল, ছেলে মুরসালিন(০২) মুখমণ্ডল গোলাকৃতি, গায়ের রং ফর্সা, মাথায় কালো চুল, পরনে হলুদ রঙের গেঞ্জি পরিহিত ছিল। লাবনী আক্তারের স্বামী মোজাম্মেল হক জানিয়েছেন যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার স্ত্রী ও সন্তানকে খুঁজে পায় তাহলে মুন্সিগঞ্জ সদর থানায় এসআই মোঃ ফিরোজ আলীর কাছে পৌঁছে দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন, এস আই ফিরোজ আলী মুন্সিগঞ্জ সদর থানা মোবাইল নাম্বার ০১৭১২-৯৮৩২৯৩