রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

শান্তিপূর্ণ ভাবে দুর্গা পূজা সম্পন্ন করতে মাঠে থাকবে শেরপুর জেলা বিএনপি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬ বার পঠিত

মো : কামরুজ্জামান মোল্লা , জেলা প্রতিনিধ শেরপুর

দুর্গা পূজায় ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও জামায়াত ইসলামী নাশকতা করে বিএনপির ওপর দায় চাপাতে পারে এমন আশঙ্কা করেছেন শেরপুর জেলা বিএনপি নেতারা। এজন্য দুর্গা পূজা শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

২৬ সেপ্টেম্বর রাতে জেলা শহরের মাধবপুরে শেরপুর সদর উপজেলা বিএনপি আয়োজিত জেলা সদরে অবস্থিত বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে মতবিনিময় সভায় এসব মন্তব্য করা হয়।
শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকার পক্ষ থেকে পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় বিএনপির পক্ষ থেকে ৮৫টি পূজা মন্ডপে মোট সাড়ে চার লাখ নগদ টাকা অনুদান প্রদান করা হয়।
শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো: হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহ্বায়ক ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার সহ জেলা উপজেলা বিএনপি ও পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতারা।
বিএনপির পক্ষ থেকে দলের নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূজা শেষ না হওয়া পর্যন্ত পূজা আয়োজকদের পাশে থাকবে। এজন্য সচেতনতা মূলক মিছিল করার ঘোষণা ড্যাবের কেন্দ্রীয় নেত্রী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, দুটি দল নিজেরা কিছু করে বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করে আসছে। এবিষয়টিতে সবাইকে সচেতন থাকতে হবে। কিন্তু আপনাদের চিন্তার কোন কারণ নেই। বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে আছে।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী বলেন, জামাত আওয়ামী লীগের সাথে মিশে এতদিন হেলমেট পড়ে বিএনপির ওপর হামলা করেছে। এরা নানা অপকর্ম করে বিএনপির ওপর দোষ চাপানোর কাজ করে আসছে। তারা আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করে ডাকসু দখল করেছে। জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে মিশে জামায়াত ইসলামী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র শুরু করেছে। তারা রাষ্ট্রের সব জায়গা দখল করে রেখেছে। এবার তারা পূজা নিয়েও নাশকতা করতে পারে। বিষয়টি নিয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..