সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে নির্বাহী অফিসারদের মন্দির পরিদর্শনের নির্দেশ ডিসির

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ বার পঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, বিশেষ করে নির্বাহী অফিসার যারা আছে প্রত্যেকে জেলার সকল মন্দির পরিদর্শন করবেন। এবং আমাদের যে নির্দেশনা রয়েছে মন্দির সিসি টিভির ক্যামেরার আওতায় নিয়ে আশা। পাশাপাশি জেলার আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন আপনারাও প্রতিটি মন্দির পর্যবেক্ষণ করবেন।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, এই দুর্গা পূজা যেন উৎসব মুখর পরিবেশে উৎযাপিত হয়। এটি আমাদের সংস্কৃতির একটি অংশ যে, আমরা সম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করি। এটি যেন সুন্দরভাবে উৎপাদন হয় এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে নির্বাহী অফিসার যারা আছে প্রত্যেকে জেলার সকল মন্দির পরিদর্শন করবেন। এবং আমাদের যে নির্দেশনা রয়েছে মন্দির সিসি টিভির ক্যামেরার আওতায় নিয়ে আশা। পাশাপাশি জেলার আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন আপনারাও প্রতিটি মন্দির পর্যবেক্ষণ করবেন। সেখানে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং মণ্ডপগুলোতে যেদিন থেকে প্রতিমা তৈরি শুরু হলো সেদিন থেকে বিশেষ নজর দারিতে রাখার আহ্বান করেন তিনি।

তিনি আরও বলেন, প্রতিটি মন্দিরের জন্য সরকারের যে সহায়তা সেটি প্রদান করা হয়েছে। এবং জেলা পরিষদ থেকে আর্থিক অনুদান রয়েছে সেটিও আমরা সময় অনুযায়ী দিয়ে দেওয়া হবে।

জেলা প্রশাসক বলেন, পূজা বিসর্জ্জনে বিশেষ করে ৫ নম্বার ঘাটে প্রায় ৪০ টি মণ্ডব থেকে পূজা বিসর্জ্জন দিতে আসবে। এবং এই ঘাটের সাথে যারা জরিত আছেন সিটি করপোরেশন ও বিআইডব্লিউটিএ আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করে দিবেন। এবং বিসর্জ্জনের জন্য যে রাস্তা ব্যবহার করবে সেটি যেন নিরবিচ্ছিন্ন এবং রাস্তা হকার মুক্ত রাখতে হবে। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকেরা কাজ করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন, আনসার ও গ্রাম প্রতিরক্ষার জেলা কমাড্যান্ট কানিজ ফারজানা শান্তা, সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..