শাজাহানপুরে জমির আইল থেকে কৃষকের মৃতদেহ উদ্ধার।
এসএম আলীরাজ হোসাইন, ভ্রম্যমান প্রতিনিধি,
_______________________
বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের দু’দিন পর ধানের জমির আইল থেকে চাঁন মিয়া (৫৮) নামের এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত চাঁন মিয়া উপজেলার সুজাবাদ উত্তরপাড়া গ্রামের মৃত হাসান মন্ডলের ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার সুজাবাদ উত্তরপাড়া এসএসবি ইটভাটা সংলগ্ন ধানক্ষেতের আইল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতের ভাতিজা তরিকুল ইসলাম জানিয়েছেন, তার চাচা চাঁন মিয়া গত মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার দুপুরে
সুজাবাদ উত্তরপাড়া এলাকায় এসএসবি ইটভাটা সংলগ্ন একটি ক্ষেতের আইলে মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে জমিতে কাজ করতে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। লাশের নাক-মুখে রক্ত দেখা গেছে বলেও তিনি জানান।
শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রউফ জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।