শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়ন কাজের উদ্বোধন 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১৫৮ বার পঠিত
শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়ন কাজের উদ্বোধন
মোঃ মিজানুর রহমানঃ আজ দুপুরে রাজধানীস্হ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়ন কাজের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।জাতীয় ক্রীড়া পরিষদের সার্বিক পৃষ্ঠপোষকতায় প্রায় সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়ন কাজ সমাপ্ত হয়েছে।এ সময়ে প্রতিমন্ত্রী মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ফেডারেশন  কাপ ভলিবল প্রতিযোগিতা ২০২১ এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান মিকু।
উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন,ভলিবল হচ্ছে দেশের অত্যন্ত জনপ্রিয় ও সম্ভাবনাময় খেলা।প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে দেশের সর্বত্র খেলাটি কে ছড়িয়ে দিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।আমরা প্রায় সাড়ে ১১ কোটি টাকা ব্যয় করে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এ ভলিবল কমপ্লেক্সটি নির্মাণ করে দিয়েছি। কমপ্লেক্সটিতে আধুনিক সুযোগ সম্বলিত  হোস্টেল,অফিস,আধুনিক লিফট,মাঠের অবকাঠামো উন্নয়ন,ইনডোর স্টেডিয়ামের সেড নির্মাণ,গ্যালারী সংস্কার (চেয়ার বসানো) করা হয়েছে।আমি আশা করি,এখান থেকে প্রতিভাবান খেলোয়াড়রা বেরিয়ে আসবে এবং আগামী এস এ গেমসে আমরা ভলিবল থেকে স্বর্ণপদক অর্জন করতে পারবো।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) মোঃ মোশাররফের হোসেন মোল্লা,বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনূরসহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ মিজানুর রহমান
মোবাঃ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..