শরীরচর্চার সঙ্গে সামাজিক কাজ করে যাচ্ছেন ‘ভোরের সাথীরা
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
শরীরচর্চার সঙ্গে সামাজিক কাজ করে যাচ্ছেন ‘ভোরের সাথী’র সদস্যরা
ভোর ৫টা বেজে ৩০ মিনিট। প্রকৃতি কোলাহলমুক্ত। নেই কোনো শব্দ। চারদিকে শুধু পাখির কলতান। এমন পরিবেশে শরীরচর্চায় মেতে উঠেন ‘ভোরের সাথী’ নামে একটি সংগঠনের সদস্যরা।
জানা যায়, ১০ বছর আগে ৭-৮ জন নিয়ে ‘ভোরের সাথী’ সংগঠনের যাত্রা শুরু হয়। যার সদস্য সংখ্যা এখন অর্ধশতাধিক পেরিয়েছে। ভোরে শরীরচর্চা করা হয় বলে উদ্যোগের নাম রাখা হয়েছে ভোরের সাথী। শরীরচর্চার পাশাপাশি সংগঠন শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা ও শিক্ষাবৃত্তিসহ নানাবিধ সামাজিক কাজ করে থাকে। এই সংগঠনের সদস্যরা বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী।
নিয়মিত শরীরচর্চার কারণে শরীর থেকে কমেছে বিভিন্ন রোগ, বেড়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা। পাশাপাশি মনে উৎফুল্লতা বয়ে আনে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।
জেলার সদর উপজেলার মুথরাপুর কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন। তিনি বলেন, এখানে এসে শারীরিক ব্যায়ামের মাধ্যমে আমার অনেক উপকার হয়েছে। আমি কোনোভাবেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। এখানে আসার ফলে সেটি এখন নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি সকালে ব্যায়াম করায় সারাদিন বেশ ভালো কাটে। মন বেশ প্রফুল্ল থাকে।
বিশিষ্ট ক্রীড়াবিদ সুবর্ণ আহম্মেদ বলেন, প্রতিদিন ফজরের নামাজের পর আমরা মাঠে আসি। এখানে যারা আসেন, তারা সকলে এখানকার সুফল ভোগ করেছেন। অসুস্থতার ওষুধ হয়ে উঠেছে শারীরিক ব্যায়াম। অনেকে আছেন যারা হাত নড়াতে পারতেন না। তারা এখন স্বাভাবিকভাবে হাত নাড়াতে পারেন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে যারা ভুগতেন, তাদের এসব সমস্যা এখন অনেকটা নিয়ন্ত্রণে।
ভোরের সাথী সংগঠনের সভাপতি ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক বলেন, প্রায় ১০ বছর আগে কয়েকজনকে নিয়ে পথচলা শুরু হয়। এখন সদস্য ৫০ জনের অধিক। শুরুতে যদিও সংগঠন কেন্দ্রিক কোনো পরিকল্পনা ছিল না। পরে ধীরে ধীরে তা সংগঠনে পরিণত হয়। নিয়মিত ব্যায়াম পরিমিত আহার- আমরা এ স্লোগান নিয়েই জেলা স্কুল বড় মাঠে শারীরিক ব্যায়াম করে আসছি। এর মাধ্যমে অনেকে শারীরিকভাবে উপকৃত হয়েছেন। অনেকে তাদের রোগ নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..