লোহাগড়া পৌরসভা নির্বাচন আশরাফুল আলমের জনপ্রীয়তার সাথে জনতারভীড়।
মোঃ এনামুল হক নড়াইল জেলা।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পৌরসভার নির্বাচন ২নভেম্বর২০২১ আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে কঠিন নির্বাচনী প্রচারনা ও বিভেদ সৃষ্টি।
রাজনীতি বর্তমান নেই নামে মাত্র রাজনীতি,অকারনে জীবন বিপন্ন করে প্রার্থীর সমর্থকরা,তবে প্রার্থী জয় লাভ করার পর যে সমস্ত সমর্থক থাকে কোথায় থাকে,আর জয়লাভ প্রার্থী তাদের খোজখবর নেওয়ার ও সুযোগ পায় না,সীমিত দিনের নির্বাচন আর এই নির্বাচনে ডাঙ্গা হাঙ্গামা,আহত,নিহত, শক্রতা ইত্যাদির ভিতর জড়িত হয় সাধারন অবুঝ পাবলিক,অকালে জীবন হারায়,অকালে জীবনের শেষ দিকে জেলখানায় বন্ধী থাকতে হয়।আজীবন শক্রতার ভিতর জীবন কাটাতে হয়,নিরাপদ থাকে না,নির্বাচন চলে গেলে নিজের পাওয়ার বা শক্তি বিলীন হয়ে যায়।নির্বাচন পর্যন্ত লোভী পাবলিকের সমাদর, আদর,মূল্যায়ন অতুলনীয়, তবে নীতিগত ঠিক থাকলে ঐ পাবলিকের দাম, মূল্যায়ন জয়লাভ করা প্রার্থীর নিকট আজীবন থাকে।
সুতরাং আসছে ২নভেম্বর ২১ মঙ্গলবার সকাল থেকে শুরু হবে লোহাগড়া পৌরসভা নির্বাচন, এই নির্বাচনে সঠিক মনোনিত প্রার্থী, জনপ্রিয়,জননেতা,সকলের প্রিয়,আওয়ামী যুবলীগের সভাপতি ও মেয়র মোঃআশরাফুল আলম আশরাফ কে “জগ”প্রতীক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন,মনে রাখবেন বিগতদিনে সাধারন মানুষ বা সকল মানুষ নিরাপদে বসবাস করছে,এবং শান্তিতে বসবাস করছে পৌরবাসী তাই পুনারায় আশরাফুল আলমকে মেয়র হিসেবে বেছে নিন,পৌরবাসীসহ লোহাগড়া উপজেলার মানুষের জন্য কল্যানময়।
মেয়র আশরাফুল আলম তিনি যোগ্য প্রার্থী এবং সৎ চরিত্র,উপকারী একজন মানুষ,সকলেই তাকে চেনেন,একটি জনপ্রতিনিধি যদি ২টি মেয়াদকাল থাকতে পারে, তাহলে কিছু দিতে পারবে জনগনকে।
জগ প্রতিকের জনপ্রিয়তা নষ্ট করার জন্য কিছু কুচক্রিমহল পিছনে লেগেছে,তারপর জনপ্রীয়তা কম হয় না, লোহাগড়া পৌর একজন ধার্মীক ব্যাক্তি বলেন জনপ্রীয়তা যার বেশি হয় তখন তার পিছনে বিপক্ষের লোক অশান্তি করার জন্য লেগে যায়।
মেয়র আশরাফুল আলমের সাথে আপামর জনসাধানের সংযোগ,মতবিনিময়, আন্তরিকতা,মেয়র দেখে সকলেই এগিয়ে আসছেন প্রিয় নেতার সামনে,সাধারন জনমতকে নিয়ে সৌজন্য সাক্ষাত করেন,এবং তাদের সাথে সময় দিলেন,পাশাপাশি তাদের নিকট দোয়া চাইলেন।