মোঃ এনামুল হক নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল জেলা লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামের মোঃ রফিকুল মিয়ার স্ত্রী রেহেনা বেগম(৩৮) কে ৩ জন মিলে রেহেনাকে পালাক্রমে ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ধর্ষনকারীরা পাংখারচর গ্রামের মোঃ দবির উদ্দিন এর ছেলে ফরমান,হুসাইন অজ্ঞাত। এবং লংকারচর গ্রামের মোঃ তহিদ মুন্সীর ছেলে ফরবান।
অনৈতিক কর্মকান্ডের সাথে যারা জড়িত থাকবে, তাদেরকে আইনের আওয়াধীন এনে সুস্থ বিচার হোক।বিচার দেখে অন্য কেহ গনধর্ষনের সাহস না পায় আদালতের নিকট জোরদাবী এলাকাবাসীর।
লোহাগড়া থানায় ধর্ষন মামলা হয়েছে।মামলার সূত্র ধরে আজ ফরবান মুন্সিকে আটক করেছে পুলিশ।