লোহাগড়া ইউনিয়নে নৌকা প্রতীকের অফিস ভাঙচুরের অভিযোগে।
স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়ার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে ঘিরে প্রচার প্রচারণার মধ্যে ৭নং লোহাগড়া ইউনিয়নের নৌকা প্রতীকের মহিলা চেয়ারম্যান প্রার্থী নাজমিন বেগম,এর ১নং ওয়ার্ডের কালনা করফা গ্রামের নির্বাচনী অফিস ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়,১১ডিসেম্বর শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার সময় লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা করফা গ্রামের নৌকা প্রতীকের অফিস ভাঙচুর করেছেন এবং পোস্টার ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা এমনটি অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় জাহিদ মুন্সি জানায় আনুমানিক রাত সাড়ে ৮টার সময় অফিসে কেউ না থাকায়, হঠাৎ শব্দ শুনে আমি আসতে আসতে দুটি মোটরসাইকেল করে তারা অফিস ভাংচুর করে চলে যায়, আমি কেউ কে চিনতে পারি নাই,এসময় খবর পেয়ে সরেজমিনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাজমিন বেগম ঘটনাস্থলে যায়,এবং লোহাগড়া থানা পুলিশ কে ঘটনাটি জানান,
এসময় নাজমিন বেগম সাংবাদিকদের বলেন জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন আমি সেই নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতেছি,যারা এমন ঘটনা ঘটিয়েছে আমি আইনের মাধ্যমে এর সুষ্ঠু বিচার চাচ্ছি।এবিষয়ে লোহাগড়া থানার এসআই তৌফিক হাসান,সরেজমিনে এসে জানান এই ঘটনা কে বা কাহারা ঘটিয়েছে জানা যায় নাই,আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।