বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

লোহাগড়া আসন্ন ইউনিয়ন পরিষদ  নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১৩০ বার পঠিত
 লোহাগড়া আসন্ন ইউনিয়ন পরিষদ  নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার
 সোমবার  ০৩:৩০ ঘটিকায় বাংলাদেশ নির্বাচন কমিশনের আয়োজনে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন ও আইন-শৃঙ্খলা রক্ষা সম্পর্কিত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মাদ হাবিবুর রহমান এবং পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার), নড়াইল। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ ওয়ালিউল্লাহ, জেলা নির্বাচন কর্মকর্তা; জনাব তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); এনএসআইয়ের উপ-পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান, জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট জনাব বিকাশ চন্দ্র দাশ, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব রোসলিনা পারভিন, লোহাগড়া উপজেলা নির্বাচন অফিসার জনাব মোঃ জসিম উদ্দিন, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ আবু হেনা মিলন সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় যে কোনো সহিংসতা প্রতিরোধে নড়াইল জেলা পুলিশ বদ্ধপরিকর। সে লক্ষে জেলা পুলিশ যথাযথ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। পুলিশ সুপার মহোদয় আরও বলেন, আগামী ২৬ শে ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ  নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন রকম অবনতি না ঘটে, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..