লোহাগড়ায় দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তি আটক
স্টাফ রিপোর্টার নড়াইল।
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের বড়দিয়ায় দেশীয় অস্ত্রসহ শিপন মোল্যা (২৬) নামে এক মোটরসাইকেল সমর্থককে আটক করেছে এলাকাবাসী।
২৪ ডিসেম্বর (শুক্রবার) দুপুর পৌনে ২ টোর দিকে তার অসংলগ্ন চলাফেরা দেখে তাকে আটক করা হয়। শিপন মোল্যা উপজেলার তেলকাড়া গ্রামের মৃত সুলতান মোল্যার ছেলে।
বড়দিয়া বাজারে অবস্থানকারী মানুষের থেকে জানা যায়, শিপন মোল্যা দেশীয় অস্ত্র স্যান দা কাপড়ে মুড়িয়ে নদীর তীরে ঘোরাফেরা করছিল। তার চলাফেরায় বাজারে থাকা জনগনের সন্দেহ হওয়ায় তাকে ডাক দিলে দৌড়ে খেয়ায় উঠে পালানোর চেষ্টা করলে তাকে স্থানীয় লোকজন আটক করে।
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংস ঘটনা ঘটানোর উদ্যেশ্যে এ অস্ত্র বানানো হয়েছে বলে ধারনা করছেন উপস্থিত বাজার বাসীরা। এসময় লোহাগড়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)শেখ আবু হেনা মিলন বলেন, বড়দিয়াবাসী স্যান দা সহ শিপন মোল্যা নামে এক লোককে আটক করেছে জেনে আমার অফিসার কর্তৃক তাকে আটক করে স্যান দাটি জব্দ করা হয়েছে। আটককৃত শিপন মোল্যার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।