মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

লোভী নন্দন গ্রাম বাংলার নতুন কবির সন্ধানে।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৯২ বার পঠিত
  • ——–লোভী নন্দন——
    গ্রাম বাংলার নতুন কবির সন্ধানে।

মোঃ আনছারুজ্জামান, স্টাফ রিপোর্টা।

কবিতার নামঃ লোভী নন্দন।
——-মোঃএনায়েত হোসেন—-
রাজা-রানি করলো পণ
প্রজাদের করবে নিমন্ত্রণ,
রাজা-রানি দুইজন
সংগে ছিল প্রজাগণ।
মন্দ ছিল একজন
এক রাজার নন্দন,
সে করবে রণ
বুঝতে পারলো একজন।
মাছি শুনে ভনভন
নয়নে ঝরিয়ে রোদন,
মেঘ করেছে গগন
চারিদিকে শনশন।
রাজার ছিলো ভালো গণ
তাই,সব শুনে ও শান্ত মন,
মন্দ ঐ নন্দন
আনলো রাজার পতন।
রাজা ছাড়বে নিকেতন
রানি শুনে কান্দন,
মন্দ ঐ নন্দন
বুঝে নিলো আয়োজন।
চলে গেলো কিছুদিন
রাজা পেলো স্বাধীন,
এবার শুরু আয়োজন
শুরু করলো প্রজাগণ।
বড় হবে আয়োজন
শুনে নন্দন কান্দন,
পাগল হলো নন্দন
রাজা-রানি ফিরে পেলো রাজ আসন।
মাছি শুনে হর্ষণ
সবাইকে সম্ভাষণ,
শুরু হলো আয়োজন
রাজা-রানির কীর্তন।

নিউজটি শেয়ার করুন

One thought on "লোভী নন্দন গ্রাম বাংলার নতুন কবির সন্ধানে।"

  1. Morshidul Zahid says:

    Nice

Leave a Reply

এ জাতীয় আরো খবর..