লেবুর ব্ল্যাকমেইলের শিকার ওমান প্রবাসী রবিউল আউয়াল।
সরকার সালাউদ্দিন সুমন রংপুর বিভাগ।
সরেজমিন গিয়ে জানা যায় লেবু মিয়া গত নয় মাস আগে ওমানে যায়। ফ্রি ভিসায় তার ইচ্ছা মতন কাজ করতে থাকেন মোটামুটি সে বাংলাদেশ পরিবারের কাছে ও টাকা পাঠায়, প্রবাস জীবন তোর ভালোই চলছিল হঠাৎ লেবু মিয়া। বাংলাদেশে চলে আসে আসার কিছুদিন পর গত ০৩ অক্টোবর সাংবাদিক সম্মেলনের করেন। সাংবাদিক সম্মেলন থেকে জানা যায়। একই গ্রামের ছেলে রবিউল আউয়াল ১১ বছর ধরে ওমানে থাকেন রবিউল আউয়ালের সহযোগিতায় দশজন ওমানে পাড়ি জমায়, দশজনের মধ্যে চারজন বাংলাদেশে ফিরে আসে। লেবু মিয়া (৩৫)মোশারফ হোসেন (৩২)দেশে এসে রবিউল আউয়াল এর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসে।গত,০৫.০৯.২০২৩খ্রি: গংগাচাড়া মডেল থানা হাজির হইয়া সাধারণ ডায়েরি করেন লেবু সহ ১০ জনের নামে, ডাইরিতে উল্লেখ্য করেন যে রবিউল আউয়ালের পরিবারের উপর বিবর্ণ ভয়ভীতি ডাং মাইরের এবং কি জানে মারি ফেলার হুমকি প্রদান করেন। রবিউল আউয়াল প্রশাসন নিকট দৃষ্টি আকর্ষণ করে বলছেন, যে আমিসহ আমার পরিবার, লেবুর ব্ল্যাকমেইলের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদের, শিখার যেন না হই।