লিগ্যাল এইড সেবা মানুষের দোরগোড়ায় নিতে হবে : জেলা জজ
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
লিগ্যাল এইড সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ বলেছেন, অর্থনৈতিক ও অসচ্ছলতার কারণে যেন কেউ ন্যায় বিচার বঞ্চিত না হয় সে জন্য সরকার বিনামূল্যে লিগ্যাল এইড এর মাধ্যমে বিনামূলে আইনি সহায়তা প্রদান করছেন। সরকারের এই সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আহ্বান জানাচ্ছি। দরিদ্র জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই আইনগত সচেতনা বৃদ্ধিতে সবাইকে আরো গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই’ এই স্লোগানে সোমবার ২৮ এপ্রিল জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. আবু শামীম আজাদের নেতৃত্বে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
এতে আরও উপস্থিত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ.এফ.এম মুশিউর রহমানসহ বিচারকবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ। পরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে জেলা জজ আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড মেলা উদ্বোধন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সভা সঞ্চালনা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইমানাহ আক্তার মনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম আনোয়ার প্রধান, নারী ও শিশু আদালতের পিপি খোরশেদ আলম মোল্লা সহ অন্যান্যরা।
দিনব্যাপী লিগ্যাল এইড মেলায় জেলা আইনজীবী সমিতি, কর্মচারী কল্যাণ পরিষদ, স্বাস্থ্য বিভাগ, জেলা কারাগারসহ বিভিন্ন দপ্তর অংশগ্রহণ করে।