লালমোহনে ভোক্তা অধিকারের অভিযান, ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
মোঃ মুশফিক হাওলাদার ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (১৫ অক্টোবর) সকালে
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,ভোলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান, লালমোহন থানা পুলিশের সহযোগিতায় উপজেলার চৌমুহনী, সদর রোডে ও উত্তর বাজারে অভিযান পরিচালনা করেন। পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের পরিবেশ, পণ্যের মেয়াদ, মূল্য তালিকা ও খুচরা মূল্য পর্যবেক্ষণের সময় ৬টি প্রতিষ্ঠানকে ১২০০০ হাজার টাকা জরিমানা করেন। উক্ত
জরিমানা আরবকৃত প্রতিষ্ঠানের নাম পর্যাক্রমে- সুবহাহ স্টোর -১০০০ জসিম স্টোর- ১০০০ হক মেডিকেল হল- ৪০০০ ঘ জনতা হোটেল- ২০০০ রবিন বানিজ্য বিতান- ২০০০ এবং রাকিব স্টোর- ২০০০ এ ছাড়াও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করে দেয় বলিয়া জানা যায়।
জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান।