বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন

লকডাউন শিথিলের প্রথম দিনেই রাজশাহীর মার্কেটগুলোতে ভিড় ছিল ।।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ১৬৯ বার পঠিত

 

তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে দেশব্যাপী লকডাউন শিথিলের প্রথম দিনেই রাজশাহী মহানগরীর মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় ছিল উপচে পড়া। তবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত ছিল। সামাজিক দূরত্ব কাউকেই মানতে দেখা যায়নি। অনেকের মুখে মাস্ক থাকলেও কিছু কিছু মানুষকে মাস্ক ছাড়াই দেখা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষানগরী রাজশাহীতে প্রথম দফায় ৭ দিনের লকডাউন ঘোষণা করা হয়। এরপর সংক্রমণের হার না কমায় আরো ৭ দিন বাড়িয়ে দেয়া হয়। তৃতীয় দফার লকডাউনের পর দেশব্যাপী কঠোর লকডাউন ঘোষণা করা হয়। পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ২৩ জুলাই পর্যন্ত
লকডাউন শিথিল করে মার্কেট ও গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয়া হয়।
শিথিলের প্রথম দিন বৃহস্পতিবার শিক্ষানগরী রাজশাহীর মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারীদের ভিড় ছিল অনেক বেশি। নগরের কোনো মার্কেটেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..