রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন

লকডাউনে রাজশাহীতে আগের চেয়ে রাস্তায় বেড়েছে মানুষের চলাচল।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ১৮৭ বার পঠিত

 

লকডাউনে রাজশাহীতে আগের চেয়ে রাস্তায় বেড়েছে মানুষের চলাচল।

তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা প্রতিনিধি ঃ

করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর লকডাউনে রাজশাহীতে আগের চেয়ে রাস্তায় বেড়েছে মানুষের চলাচল। রাস্তায় ভিড় বড়েছে যানবাহনেরও। আর এসব দেখে মনে করিয়ে দেয় সেই প্রবাদ- ‘কাজীর গরু খাতায় আছে গোয়ালে নেই।’

শনিবার রাজশাহী নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় গাড়ি গত কয়েকদিনের চেয়ে বেশি। নগরের বিভিন্ন এলাকায় রিক্সা ও ব্যক্তিগত গাড়ি চলাচল বেশ বেড়েছে। শুক্রবার ছুটি থাকায় চলাচল কম ছিল। তবে শনিবার তা গত দিনের চেয়ে বেড়েছে। সব দোকানপাট খোলা। মার্কেটগুলো কৌশল করে সার্টার বন্ধ রাখে। তবে চলছে বেচাকেনা। এছাড়াও পাড়া মহল্লার দোকানপাটও স্বাভাবিক সময়ের মত খোলা।

করোনাভাইরাস মহামারীর দেড় বছরে এখনই সবচেয়ে ভয়াবহ অবস্থা পার করছে বাংলাদেশে। পরিস্থিতি সামাল দিতে গত ১ জুলাই দেশে লকডাউন জারি করা হলেও বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে কোরবানির ঈদের সময় নয় দিন তা শিথিল করা হয়েছিল।

ঈদের ছুটির পর ২৩ জুলাই থেকে আবার লকডাউন শুরু হলেও এর মধ্যে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। চলমান এই লকডাউন আগামী ১০ অগাস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে দিন যত যাচ্ছে, রাস্তাঘাটে মানুষও তত বাড়ছে, জীবিকার তাগিদে মানুষ আর বিধিনিষেধ মানতে চাইছে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..