বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন

লকডাউনের মধ্যে নীলফামারীতে মা মনষার পালা গান উপেক্ষিত নীতিমালা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৩১ বার পঠিত

 

সুভাষ বিশ্বাস স্টাফ রিপোর্টার নীলফামারী  পলাশবাড়ী ইউনিয়নের খলিশার চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পাশে যতীন চন্দ্র রায়ের বাড়িতে বসেছে মনসার পালা গান। গত দুদিন ধরে দুই শতাধিক নারী পুরুষের মিলন মেলায় এলাকাটি জনসমুদ্রে পরিনত হয়েছে,স্বাস্থ্য বিধি মানার কোনো বালাই নেই সেখানে। এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে ।
মনষা পালা গান এর আয়োজক ও বাড়ীর মালিক য়তীন চন্দ্র রায় বলেন আমার মানষা ছিল, তাই পুজা করছি। মেম্বার আমিনুর রহমান উপস্তিত ছিলেন এখানে তার কাছে অনুমতি নিয়েছি আজ শেষ হয়ে যাবে মনষা পালা গান। পলাশ বাড়ি ৮ নং ওয়াডের মেম্বার আমিনুর রহমান বলেন স্বাস্থ্য বিধি মানার কথা ছিল কিন্তু তারা মানে নাই, এখন কি করবো। এ বিষয়ে পলাশ বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমতাজুল ইসলাম বলেন মেম্বার অনুমতি দেবার কে, আমি বিষয় টি দেখছি।

সুভাষ বিশ্বাস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..