র্যাব-৬ এর অভিযানে ০২ জন অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গেফতার।
মোঃ মামুন স্টাফ রিপোর্টার
র্যাব-৬ , ২৫ ডিসেম্বর ২০২১ তারিখ রাত ০৩১০ ঘটিকায় র্যাব-৬ সদর কোম্পানী খুলনার একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে জিআর মামলা এসটিসি নং- ৫৯/১৫ এবং নং-২৭/১৫ (কয়রা) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কেএমপি খুলনার সদর থানাধীন ১ ও ২নং কাষ্টমঘাট এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ০১। আছাদুল ইসলাম মুন্সি (৪৫), পিতাঃ ছাত্তার মুন্সি, ২। মোঃ শফিকুল শেখ (৪০), পিতা- আব্দুর রশিদ শেখ, উভয়সাং- সানকিভাংগা, থানা- মোরেলগঞ্জ, জেলাঃ বাগেরহাটদ্বয়কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।