র্যাব-৬ এর অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃমামুন হাচান স্টাফ রিপোর্টার
র্যাব তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ জানুয়ারি ২০২২ তারিখ ০৪.১৫ ঘটিকার সময় র্যাব-৬, (যশোর ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ০৯নং চাঁচড়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের চাঁচড়া চেকপোস্টে বেনাপোল টু যশোর হাইওয়ে রাস্তার বিএডিসি এর সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ ইদ্রিস আলী (৪৪) পিতা-মৃত নূরুল মোল্লা, মাতা-সুফিয়া খাতুন, সাং-রামভদ্রপুর, ২। আবুল হাসান বাবু (৩৫) পিতা-আব্দুর রাজ্জাক, মাতা-জবেদা খাতুন, সাং-তুলশীডাঙ্গা, উভয়থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করে। এসময়ে উপস্থিত সাক্ষীদের সামনে আসামীদ্বয়ের হেফাজতে থাকা ১৯৪ বোতল ফেন্সিডিল, মোবাইলফোন ৩টি, সিমকার্ড ৩টি, এবং একটি মাইক্রোবাস উদ্ধারপূর্বক জব্দ করে।
উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদ্বয়কে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।