মোঃ সারোয়ার মৃধা ঃঃ সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে র্যাব ১১’র অভিযানে ২ পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।
র্যাবের লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, সাইনবোর্ড ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চাঁদপুরগামী পদ্মা এক্সক্লুসিভ লিঃ এর বাস কাউন্টার এলাকায় চাঁদাবাজি চলাকালে হাতেনাতে গ্রেফতার করা হয় ২ পরিবহন চাঁদাবাজ। তারা হলেন রাজধানীর ডেমরা থানার ডগাইর বাজারের বাসিন্দা আরিফুল ইসলাম মজনু ও সোহেল মিয়া। তাদের কাছ থেকে চাঁদাবাজির ৫ হাজার ৯শ টাকা উদ্ধার করা হয়। তারা মহাসড়কে চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করে জোরপূর্বক দৈনিক প্রতিগাড়ি থেকে ১শ থেকে ২শ টাকা আদায় করতো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।