র্যাব-৭, চট্টগ্রাম এর অভিযানে চট্টগ্রাম জেলার বাঁশখালী হতে দুইজন জলদস্যু ও অস্ত্র ব্যবসায়ী ০২টি ওয়ানশুটার গান সহ আটক।
নজরুল ইসলাম চট্টগ্রাম জেলা প্রতিনিধি।
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২৭ জুলাই ২০২২খ্রিঃ তারিখ ০৪৪৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন ছনুয়া ইউপিস্থ খুদুকখালী এলাকায় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরী ০২টি ওয়ান শুটার গান উদ্ধারসহ ০২জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো ১। মোঃ আব্দুল হালিম @বাচ্চু (৩৮), পিতা-মৃত নুরুল আফছার, সাং-খুদুকখালী, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম এবং ২। মোঃ সাগর (৪২),পিতা-মৃত আব্দুস সালাম, সাং-সোনাই বাপের পাড়া, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই অস্ত্র সন্ত্রাসীরা স্থানীয়ভাবে প্রভাবশালী গ্রুপের নেতাদের জন্য পেশী শক্তি হিসাবে কাজ করত যারা সমুদ্র এলাকা, মাছ ধরার ব্যবসা এবং ঘের এলাকার অন্যান্য ব্যবসা নিয়ন্ত্রণ করে।
উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামী মোঃ আব্দুল হালিম @ বাচ্চু এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় সন্ত্রাসী কর্মকান্ডের ০১টি মামলা পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাগর শেখেরখীল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা, সেই অনেক দিন থেকে যাবত বিভিন্ন ভাবে মানুষের সাথে প্রতারণা করে আসছে কিছু দিন চাইনা ডাক্তার, আবার কিছুদিন নিজেকে দৈনিক যমুনা সংবাদের সাংবাদিক পরিচয় দিত,কখনো মানবাধিকার কর্মী সেই সাগর পুলিশের সাথেও ভালো সম্পর্ক রাখতো ব্যাবহার করতো আলিশান গাড়ি ছনুয়াতে বানিয়েছেন দোতলা বিশাল বাড়ী আবার যেকোনো বড় অনুষ্ঠান হলে অনুষ্ঠান আয়োজনকারীদের মোটা অংকের টাকা দিয়ে ক্যাচ নিয়ে তার ফেইসবুকে পোস্ট এবং সরকার দলীয় নেতাকর্মীদের সাথে ছবি তুলে নিজেকে জাহির করতো তার আসল পেশা কি তা প্রশাসন জেনে যায় অশেষে জালে