স্টাফ রিপোর্টারঃ সাভারের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও সাধারণ রোগীদের মারধরের ঘটনায় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের স্ত্রী আখিঁসহ দুই ছাত্রলীগ নেতার নামে মামলা দায়ের হয়েছে।
রাতে সাভার মডেল থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন হামলার শিকার ভুক্তভোগী মোশাররফ হোসেন।
আখিসহ মামলার অপর আসামীরা হলো আতিকুর রহমানের পিএস উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম এবং জামান খান। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা বেশ কয়েকজন ছাত্রলীগের নেতা-কর্মীদের আসামী করা হয়েছে।
এরআগে গেলো বৃহস্পতিবার রাতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার সাভার শাখায় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের স্ত্রী আখি এসে চিকিৎসকের কাছে আগে সিরিয়াল না দেওয়ায় পূর্ববর্তী রোগীর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে হামলা ও মারধর করে রোগীসহ ৪ জনকে পিটিয়ে আহত করে। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে পুরো সাভার জুড়ে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান অপরাধীর কোন রাজনৈতিক পরিচয় নেই। মামলা দায়েরের পর অভিযুক্ত আসামীদের গ্রেপ্তার প্রক্রিয়া চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয় নি।