রৈামারী বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার
বাকিরুল ইসলাম ( জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে রৌমারী বিল থেকে মোঃ ফরিদ ( ৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার ( ১৭ আগষ্ট) দুপুরে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের কাপাশহাটিয়া গ্রামে নিহতে ফরিদের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনে পুলিশ।
নিহত ফরিদ ওই এলাকার মৃত আবেসের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা দিকে বাড়ি থেকে রৌমারী বিলে মাছ ধরতে যান ফরিদ।
রাত ৩ টা দিকে খবর আছে পানিতে ডুবে মারা গেছে ফরিদ মৃত্যুর খবর শুনে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে স্বজনরা। নৌকা দিয়ে রৌমারী বিলে প্রায়ই মাছ ধরতো তিনি।
নিহত ফরিদের মেয়ে জিয়া মনি বলেন, আমার আব্বু রাত ১২টা দিকে বাড়ির পাশে রৌমারী বিলে মাছ ধরতে যান। আব্বু আর মাছ ধরে বাড়ি ফিরতে পারলো না লাশ হয়ে বাড়ি ফিরলো। আমাদের দেখাশোনা করার আর কেউ রইলে না আল্লাহ তুমি এইটা কি করলা।
ফরিদের মরদেহ থানায় নিয়ে আসলে তার স্ত্রী, সন্তান স্বজনরা থানায় এসে কান্নায় ভেঙে পড়লে থানা চত্বর ভারি হয়ে ওঠে।
মেলান্দহ থানার উপরিদর্শক ( এসআই) এনামুল হক সিদ্দিকী বলেন, আমরা খবর পেয়ে নিহতের বাড়ি ঝাউগড়ার কাপাশহাটিয়া থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।