রূপসায় ওয়ার্ড কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকালে উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জামান অশোক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৈয়দ নাসির হোসেন সজল, উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান শেখ, জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান ও যুগ্ম-আহ্বায়ক মোঃ বেনজির হোসেন, সদস্য মোল্লা আনিসুর রহমান মাসুম, খান মোশারেফ হোসেন কুটি।
ঘাটভোগ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ আজিজুল মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দেব সরকারের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রতন মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মুছা মোল্লা সবুজ, যুবলীগ নেতা আব্দুর রউফ শিকদার, মাহমুদুল হাসান শামীম, হাফিজুর রহমান, মোঃ রহমত আলী, জিয়াউদ্দীন জিয়া, হেদায়েত হোসেন হিমু, আব্দুল মান্নান খান মনা, মোঃ আরাফাত হোসেন, মোঃ হুমায়ুন কবির রাজা, এস এম তারেক, মোঃ আকরাম হোসেন, মোঃ রাসেল শেখ, শাহারুজ্জামান শাওন, ওয়াহিদুজ্জামান আরমান, নজরুল ইসলাম, আবু শাহাদাৎ রনি, লিটন শিকদার, ডাঃ মেহেদী বেল্লাল, পারুল বেগম, জাফরিনা বেগম, আলমগীর হাওলাদার মিঠু, মোহাম্মদ আলী শেখ, উত্তরা মন্ডল প্রমুখ।