এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
রূপগঞ্জ উপজেলার বেড়িবাঁধসংলগ্ন গোলাকান্দাইল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের প্রবাহমান খালসমূহ দখল, ভরাট ও ময়লা-আবর্জনায় নষ্ট হয়ে যাওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। সাম্প্রতিক টানা বর্ষণে ধীরগতিতে পানি নিষ্কাশন হওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় উপজেলা পরিষদের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে আজ ২টি শ্যালো পাম্প স্থাপন করা হয়েছে। প্রতিটি পাম্প প্রতি মিনিটে প্রায় ৪ হাজার লিটার পানি নিষ্কাশন করতে সক্ষম, যা কার্যকর হওয়ায় প্রায় ৭০০ পরিবার সরাসরি জলাবদ্ধতা থেকে উপকৃত হবে।
আজ ১৯ আগস্ট নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং প্রায় ১,৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
প্রতিটি পরিবারের ত্রাণসামগ্রীর মধ্যে ছিল—
১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ
,১ কেজি চিনি,১ লিটার ভোজ্য তেল ও প্রয়োজনীয় মশলা সামগ্রী।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, “নারায়ণগঞ্জ জেলার খাল দখল ও দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে কাজ করছে। এ কাজে সকলকে একত্রে এগিয়ে আসতে হবে।”
জলাবদ্ধতা মোকাবিলা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকের নির্দেশে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা, গোলাকান্দাইল ও মুড়াপারা ইউনিয়নে ২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া জেলা প্রশাসক গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত নতুন সেমি পাকা ঘর ও গোলাকান্দাইল দক্ষিণ ঈদগাহ মাঠের বাউন্ডারি ওয়াল উদ্বোধন করেন। পরে তিনি পূর্বগ্রাম বহুমুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি আধুনিক পাঠাগারের উদ্বোধন করেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও স্কুল ব্যাগ বিতরণ করে তিনি তাদের নৈতিকতা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রূপগঞ্জ জনাব সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী জনাব নুরুজ্জামান খান, সরকারি কমিশনার (ভূমি) পূর্বাচল রাজস্ব সার্কেল, সরকারি কমিশনার (ভূমি) রূপগঞ্জ, পানি উন্নয়ন বোর্ড নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী প্রকৌশলী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাকান্দাইল ইউনিয়ন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।