রাস্তা নির্মাণে প্রবাসীর ভূমি দখলের চেষ্টা ৬ প্রভাবশালীর
জালালুর রহমান, মৌলভীবাজার: মৌলভীবাজারের পৌর এলাকায় রাস্তা নির্মাণ করার জন্য বাংলাদেশী ব্রিটিস প্রবাসীর ৭৪ শতক ভূমি অবৈধ ও জোরপূর্বক ভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে ৬ সদস্যের একটি প্রভাবশালী মহল। এ মহলটি দীর্ঘদিন হতে এহেন জঘন্য কাজটি চালিয়ে প্রবাসীকে হয়রানি করে আসছে। ফলে, প্রবাসী মৌরুশী সূত্রে প্রাপ্ত স্বত্ত্ব ভূমিটি হারানো ভয়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুড়ে বেড়াচ্ছে।
ওই ভূমিটির মৌজা মৌলভীবাজার মিউনিশি প্যালিটি, জেএল নং- ১০৬, এস এ খতিয়ান -৩৫১ ও ২৫৮৪, এস এ দাগ নং- ৪৫ ও ৫৪, ৩০ শতক, এস এ দাগ নং- ৫৫, ৪৪ শতক।
প্রবাসীর নাম বাবর রহমান। তিনি মৌলভীবাজার পৌরসভার ৩৪৫ সেন্ট্রাল রোডস্থ রহমান লজ এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। প্রভাবশালীরা হলো পার্শ্ববর্তী এলাকার মৃত তাপস ঘোষের স্ত্রী শিল্পী ঘোষ, মৌলভীবাজার পৌরসভা ১ নং- ওয়ার্ড সাবেক কমিশনার স্বাগত কিশোর দাশ চৌধুরী, মৃত সুবোধ দাসের পুত্র সুজিত দাস, ব্রজমোহন দেবনাথের পুত্র নকুলেশ্বর দেবনাথ, জনৈক ব্যক্তি দ্বয়ের পুত্র যথাক্রমে শ্রী চন্দন রায় ও জীব দাশ হরি। সর্ব সাং- সৈয়ারপুর, মৌলভীবাজার পৌরসভা।
এ ব্যাপারে প্রবাসী বাবর রহমান এর প্রতিকার চেয়ে গত (৬ এপ্রিল) রোববার মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর প্রভাবশালী শিল্পী ঘোষসহ ৬ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, বাবর রহমানের তফশীল বর্ণিত ৭৪ শতক ভূমি রাস্তা নির্মানের জন্য অবৈধ ও জোরপূর্বক ভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে শিল্পী ঘোষসহ ওই প্রভাবশালী ৬ সদস্যের দল।
তাদের এহেন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে বাবর রহমান ২০০৬ সালের ২৩ জুন প্রভাবশালীদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়রী নং- ১০৬৯/২০০৬ ইং দায়ের করেন। মডেল থানা কতৃপক্ষ ওই তারিখই বিষয়টি আমলে নিয়ে তদন্ত করে প্রভাব শালীদের হুশিয়ারী নোটিশ করলে রাস্তার নির্মাণকাজ বন্ধ করতে বাধ্য হন।
পরে ভূমির মালিক বাবর রহমান২০১৪ সালের মধ্যভাগে পৌরসভা কর্তৃপক্ষের অনুমতি স্বাপেক্ষ ওই ভূমির চতুর্দিকে একটি সীমানা প্রাচির নির্মাণ করতে গেলে, ওই চক্রের সদস্যরা তার নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তখন তিনি ৩০ জুন ২০১৪ ইং তারিখে তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন। যার সিরিয়াল নং- ৬৫৩/১৪ ইং। তিনি জানান, বিবাদীগণ আমার ভূমিতে পূনরায় রাস্তা নির্মাণের নিমিত্ত্বে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিশ্বস্থ সূত্রে জানতে পারি ওই প্রভাবশালী মহলসহ একটি কুচক্রীমহল আমার ভূমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের জন্য আপনার বরাবর বিগত ২৩ মার্চ ২০২৫ ইং তারিখে একটি লিখিত আবেদন প্রদান করেছে। যার ডকেট নং- ৫৯১/২৫ ইং প্রকৃতপক্ষে ওই ভূমির প্রকৃত মালিক বাবর রহমান। তাতে কখনো রাস্তা ছিলনা বলে তিনি এ প্রতিবেদককে জানান। বরা বাহুল্য ২০০৬ ও ২০১৪ ইং প্রভাব শালীমহল একটি কুচক্রীমহলের প্ররোচনায় বাবরের ভূমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করতে চাইলে, বাবর রহমানের আপত্তির মুখে পৌরসভা কতৃপক্ষ সরেজমিন গিয়ে তদন্ত স্বাপেক্ষে সেখানে রাস্তার কোনো অস্তিত্ব না পেয়ে তাদের বরাদ্দ বাতিল করে দেন।
উক্ত ভূমিতে অবৈধ ও জোরপূর্বক ভাবে রাস্তা নির্মাণ করলে তিনি মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন বলে অতীব দুঃখের সাথে সাংবাদিকদের জানান। এ ব্যাপারে দরখাস্তকারী বাবর রহমান, মানবাধিকার সংস্থাসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।