রামগড়ে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি আটক ১
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ের ৭ বছরে শিশু ধর্ষণ মামলার আসামি মো. শাহিনকে(৪৮)আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের রসুলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মো: শাহিন পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুরের দিকে মাদ্রাসা ছুটির পর দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ভুক্তভোগী ছাত্রী নাকাপা বাজারে অভিযুক্তের খাবার হোটেলের সামনে আসে। তখন তাকে খাবারের লোভ দেখিয়ে দোকানের পিছনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্ত আসামি।
পরে শিশুটি বাড়িতে গেলে শিশুর শরীরে রক্ত দেখে শিশুর মা আর নানী কারণ জিজ্ঞেস করে। তখন শিশুটি ঘটনা খুলে বলে। আহত অবস্থায় শিশুটিতে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামগড় থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার জেরে আসামি মো. শাহিনকে আটক করে পুলিশ। তাকে বুধবার আদালতে প্রেরন করা হবে বলেও জানান তিনি।