মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন

রাবিতে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ১৭০ বার পঠিত
রাবিতে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
মো: তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১ অক্টোম্বর) বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রথম দিনে অংশ নেন ১৪ হাজার ৩৪৬ জন।
পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যলয়ের এম ওয়াজেদ মিয়া ভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
তিনি বলেন, ‘করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। আমরা কেন্দ্র পরিদর্শন করেছি৷ সেখানে একটি রুমে ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠান নিয়ে বেশ সুনাম আছে। আমরা আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও সুনামের সঙ্গে শেষ করতে পারবো।’ এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন-উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম, প্রক্টর অধ্যাপক লিয়াকত আলী, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান। আগামী ২ অক্টোবর একই সময়ে শুরু হবে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এ ইউনিটে পরীক্ষার্থী আছেন ৬৩৭১ জন। এছাড়া ৯ অক্টোবর ‘চ’ ইউনিটে ১৫৭৭ জন সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশ নেবেন। ২২ ও ২৩ অক্টোবর যথাক্রমে ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘গ’ ইউনিটে ১৮২৪ জন ও ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় ১২০১ শিক্ষার্থী অংশ নেবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..