রাজাপুর কহেলা বাহরাম মল্লিক উচ্চ বিদ্যালয়ে ৩৯ তম বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান :
স্টাফ রিপোর্টার : সাইদ আল মামুন লিংকন।
ধামরাই উপজেলার ঐতিহ্য বাহী ষ্কুল রাজাপুর কহেলা বাহরাম মল্লিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের প্রথম দিন সর্ম্পন হল।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব, অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান মল্লিক।ভাষা সৈনিক এবং সভাপতি রাজাপুর কহেলা বাহরাম মল্লিক উচ্চ বিদ্যালয়।উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুল আলীম খান সেলিম। প্রতিষ্ঠাতা,রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজ। অনুষ্ঠানে সভাপতি ছিলেন জনাব মো: মমিনুর রহমান খান। প্রধান শিক্ষক, রাজাপুর কহেলা বাহরাম মল্লিক উচ্চ বিদ্যালয়।এছারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: নজিবুর রহমান খান কাঞ্চন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষাঅনুরাগী।আজীবন দাতা রাজাপুর কহেলা বাহরাম মল্লিক উচ্চ বিদ্যালয়।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব পারভীন হাসান প্রীতি,চেয়ারম্যান ১ নং চৌহাট ইউনিয়ন পরিষদ,ধামরাই, ঢাকা।এছারাও উক্ত অনুষ্ঠানের পুরষ্কার দাতা হিসেবে আছেন ডা. ইসমাইল হায়দার মল্লিক ( সৌহার্দ্য) পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড।মেধা পুরষ্কার দাতা হিসেবে আছেন আব্দুস সালাম খান(কমলা বেগম স্মৃতি সংসদ, রাজাপুর,ধামরাই, ঢাকা।অনুষ্ঠানটি বাংলা ট্যালেন্ড টিভিতে সরাসরি লাইভ প্রচার করেছেন।কারন এই ষ্কুলের অনেক ছাত্র ছাত্রী ও শুভাকাঙ্ক্ষী দেশের বাহিরে রয়েছে তারা যেন বিদেশে বসে এই অনুষ্ঠানটি দেখতে পারে।