তরিকুল ইসলাম রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী মহানগরীতে ৪৯৬ বোতল দেশী মদসহ মোঃ জনি (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। গতকাল সোমবার (২৮ জুন) রাত সোয়া ৯টায় মহানগরীর রাজপাড়া থানাধীন সিটিহাট বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারী রাজশাহী জেলার মতিহার থানাধীন ধরমপুর (তালাইমারী ফুলতলা), ২৮ নং ওয়ার্ড এর মোঃ জাহাঙ্গীরের ছেলে মোঃ জনি। অভিযান পরিচালনা করেন র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল। উক্ত মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।