মোঃ রেজাউল করিম খান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জের অফিসার ইনচার্জ মো: সহিদুল ইসলাম সাধারণ মানুষের মাঝে আইনী সহায়তা সঠিক ভাবে পৌঁছে দেয়ার কারণে এবং মাদক ও সন্ত্রাস দমনে অদম্য অবদান রাখার জন্য রাজশাহী বিভাগের মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নিবার্চিত হয়েছে।
গত ১০ই জুন-২০২১ ইং তারিখে রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ সভায় জানুয়ারী-২০২১ হতে মার্চ-২০২১ পর্যন্ত সময়ে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নিবার্চিত করা হয়।
৫ জুলাই জুন মাসের অপরাধ সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম এর পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সহিদুল ইসলামের হাতে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ),অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (সদর),অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল,শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারগণ,বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, ডিবি, ডিএসবি,ক্রাইম ইন্সপেক্টরসহ জেলা পুলিশের সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকতার্-কর্মচারী বৃন্দ।
রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মো: শহিদুল ইসলাম কে মনোনিত করায় রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম,পিপিএম এবং জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম কে রায়গঞ্জ থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।