তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘা উপজেলায় প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছে ভুক্তভৃগি এক কিশোরী। শুক্রবার (৩১ জুলাই) রাতে এই মামলা দায়ের করেন। প্রেমিক সোহেল রানা (২৭) উপজেলার তুলসিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
মামলা সূএ জানা যায়, সোহেল রানা নামের এক যুবকের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল কিশোরীর (১৮)। এক পর্যায়ে তারা দৈহিন সম্পর্ক হয়। এরমধ্যে কিশোরী অন্ত:সত্তা হয়ে পড়ে। কিশোরী তার প্রেমিক সোহেল রানাকে বিয়ের জন্য চাপ দিয়েও বিয়ে করতে রাজি হয়নি। এরমধ্যে পরিবারের পক্ষ থেকে তাকে অন্যত্রে বিয়ে দেয়া হয়। বিষয়টি কিশোরীর স্বামী স্থানীয় একটি ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাফি করে জানতে পারে সে ৬ মাসের অন্ত:সত্তা। স্বামী দুই সপ্তাহ আগে বিয়ে করে হয়ে গেলো ৬ মাসের অন্ত:সত্তা এই নিয়ে নিরুপায় হয়ে কিশোরীর পরিবারকে বিষয়টি জানান।
পরে কিশোরী পরিবার জানতে পারে সোহেল রানা নামের এক যুবকের সাথে প্রেমের দৈহিক সম্পর্কের কারনে অন্ত:সত্তা হয়ে পড়েছে।
এই বিষয়টি নিয়ে সোহেল রানার পরিবারকে অবগত করা হলেও প্রেমিক কিশোরীকে বিয়ে করতে রাজি হয়নি। অবশেষে কিশোরীর পরিবার নিরুপায় হয়ে বাঘা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
এদিকে পুলিশ কিশোরীকে পরীক্ষার জন্য শনিবার (৩১ জুলাই) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী অফিসার বাঘা থানা উপ-পরিদর্শক মোকারম হোসেন জানান, কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে ধর্ষন মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার পরে আসামী লাপাত্তা। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।