তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় সেতু (১৪) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্বহত্ব্যা করেছে। গতকাল শনিবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বলরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। সে তিন নম্বর পাকুড়িয়া ইউপির কিশোরপুর গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে এবং কেশবপুর স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেনীর ছাত্রী ।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সেতুর জন্মের দুই বছরের মাথায় সেতুর বাবা মার মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর সেতুকে নানান নুর মোহাম্মদের বাসায় রেখে তারা অন্যত্র চলে যায় । এরপর থেকে সেতু নাননানীর বাসায় থাকতেন। এ নিয়ে সেতু মাঝে মধ্যেই মন খারাপ করত। এদিন সন্ধায় সে কাউকে কিছু না বলে ঘরের তিরের সঙ্গে শাড়ি পেঁিচয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে সেতুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নিবেদিতা চ্যাটার্জি তাকে মৃত: ঘোষনা করেন।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শনপূর্বক লাশের সুরৎহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করে লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।