রাজশাহীর পদ্মা নদী থেকে ৫ বছরের এক কন্যাশিশুর লাশ উদ্ধার
তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর পদ্মা নদী থেকে ৫ বছরের এক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে রাজশাহী নগরীর বুলনপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।
রাজশাহী মহানগর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ওবাইদুল হক জানান, কয়েকদিন আগেই মৃত্যু হওয়ায় লাশে পঁচন ধরেছিল। লাশটি ভেসে এসে এ এলাকায় আটকে ছিল। স্থানীয়রা খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি জানান, শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে। এ জন্য বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। আর এ নিয়ে রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান তিনি।