তরিকুল ইসলাম রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহী নগরীর দামকুড়া থানা ধীন চর নবীনগর পদ্মা নদী থেকে শিশুসহ তিনটি লাশ উদ্ধার করা হয় এরমধ্যে পুরুষ (৪০), মহিলা (৪০) এবং শিশু (০৪) বছর, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আরএমপি নৌ পুলিশ ফাঁড়ি লাশগুলোকে উদ্ধার করে, ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
আরএমপি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, গত ২৯/০৬/২১ খ্রিস্টাব্দ বুধবার ১৮:২০ ঘটিকার সময় দামকুড়া থানাধীন চর নবীনগর পদ্মা নদীর কিনারা হতে অনুমান ১০ গজ দক্ষিণে, আনুমানিক ০৪ বছরের একটি অজ্ঞাত অর্ধ গলিত ছেলে শিশুর মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার হয় । নাম: অজ্ঞাত পিতা : অজ্ঞাত, ঠিকানা: অজ্ঞাত, বয়স:০৪ বছর, উচ্চতা: ০২ ফুট ০৬ ইঞ্চি,গায়ের রং ফর্সা, চুল নাই, শরীরে হলুদ রং এর গোল গলা হাফ হাতা গেঞ্জি পরীহিত অবস্থায় ছিল এবং সম্পূর্ণ শরীর অর্ধগলিত ছিল।
অপরদিকে ৩০/০৬/২১ খ্রিস্টাব্দ বুধবার ১২:১৫ ঘটিকার সময় দামকুড়া থানাধীন চর নবীনগর পদ্মা নদীর কিনারা হতে অনুমান ২০ গজ দক্ষিনে ৪০ বছরের একটি অজ্ঞাত অর্ধগলিত মহিলার মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার হয় । নাম: অজ্ঞাত, পিতা: অজ্ঞাত, ঠিকানা: অজ্ঞাত, বয়স: ৪০ বছর, উচ্চতা ০৫ ফুট ১ ইঞ্চি, গায়ের রং ফর্সা, চুল নাই, শরীরে ঘিয়া রং এর পায়জামা ছিল, ডান হাতের পাঁচটি লাল রং এর চুরি, দুই হাতে ট্যাটু করা ছিল এবং সম্পূর্ণ শরীর অর্ধগলিত ছিল।
এছাড়া গত ০১/০৭/২১ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার ১২:৩৫ ঘটিকার সময় দামকুড়া থানা ধীন হারুপুর আই বাঁধের পূর্ব পাশে পদ্মা নদী হতে আনুমানিক ৪০ বছরের একটি অজ্ঞাত অর্ধগলিত পুরুষের মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার হয়। নাম: অজ্ঞাত, পিতা: অজ্ঞাত, ঠিকানা: অজ্ঞাত, বয়স: ৪০ বছর উচ্চতা ০৫ ফুট ১১ ইঞ্চি, গায়ের রং ফর্সা, চুল নাই, পরনে হলুদ রং এর পাঞ্জাবি ছিল।
লাশ ০৩ টির মধ্যে ০৪ বছরের ছেলে শিশুর দামকুড়া থানায় হত্যা মামলা দায়ের হয়। অপরদিকে দুটি লাসের একই থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়।
আরএমপি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান এখন পর্যন্ত অজ্ঞাত অর্ধগলিত লাশ ০৩ টির স্বজনদের কোন খোঁজ পাওয়া যায়নি।