রাজশাহীর গোদাগাড়ীতে সরকারি পুকুর ইজারায় অনিয়মের চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের।।।
তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা প্রতিনিধি ঃ
রাজশাহীর গোদাগাড়ীতে সরকারি পুকুর ইজারায় অনিয়মের চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী মো. ইব্রাহিম নামে এক ব্যক্তি রাজশাহীর গোদাগাড়ী সিনিয়র সহকারী জজ আদালতে গত মঙ্গলবার মামলাটি দায়ের করেছেন। ইব্রাহিম গোদাগাড়ীর সরমংলা মৎস্যচাষী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
এ মামলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব তাছমিনা খাতুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জলমহল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জানে আলমকে শোকজ করা হয়েছে।
মামলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব তাছমিনা খাতুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জলমহল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জানে আলমকে বিবাদী করা হয়েছে। এছাড়া জলমহল ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তাও বিবাদী।
মামলার আর্জিতে বলা হয়, উপজেলার ১ হাজার ৫১৫টি পুকুর তিন বছরের জন্য ইজারা দিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাছমিনা খাতুন সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এতে মৎস্যচাষী সমিতিকে ইজারায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। কিন্তু পরে ওই ইজারা বাতিল করে পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মৎস্যচাষী সমিতির পাশাপাশি মৎস্যজীবী সমিতিকেও অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এতে সরকারি নীতিমালা লঙ্ঘিত হয়েছে। তাই মামলার বাদী এই ইজারা কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানিয়েছেন। আদালত কোন সিদ্ধান্ত না দিয়ে বিবাদী তাছমিনা খাতুনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব তাছমিনা খাতুন বলেন, ‘কোন অনিয়মের চেষ্টা হয়নি। আগে এতদিন অনিয়মই হয়ে এসেছে। সেটা নিয়মের মধ্যে আনা হয়েছে। আর তাই মামলার আবেদন করা হয়েছে। তবে আদালত থেকে আমি এখনও কোন কাগজপত্র হাতে পাইনি।’