রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশ প্রশাসনের সহযোগিতায় অভিযোগ তদন্তে আসক ফাউন্ডেশন এর রাজশাহী বিভাগীয় পরিচালক-মানসুরুর রহমান।
তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা জেলা প্রতিনিধি:
আজ ১২ সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ১১ টায় রাজশাহী জেলা গোদাগাড়ী উপজেলার ১নং গোদাগাড়ী ইউপির অন্তর্গত পুসুন্দা গ্রামে অভিযোগ তদন্তে যান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র রাজশাহী বিভাগীয় পরিচালক, রাজশাহী জেলা স্পেশাল কমিটির সভাপতি আসক ফাউন্ডেশন, বাংলাদেশ কন্জুমার রাইটস সোসাইটি রাজশাহী জেলা কমিটির সভাপতি, রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠন (ডাসকো ফাউন্ডেশন) এর সভাপতি এবং জাতীয় দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার স্টার্ফ রির্পোটার মো: মানসুরুর রহমান, সঙ্গে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান মেসের, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মো: নুরুল ইসলাম, অর্থ সম্পাদক মো: তরিকুল ইসলাম তারেক, মানবাধিকার কর্মী মো: ফিরোজ কবির আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন রাজশাহী জেলা স্পেশাল কমিটির অফিস: কাকনহাট গুড়পট্রি,কাকনহাট পৌরসভা ও গ্রেটার রোড বোয়ালিয়া রাজশাহী, গোদাগাড়ী মডেল থানার এস আই মো: মিজানুর রহমান খন্দকার, কনস্টেবল মোসা: সাবিনা খাতুন, কনস্টেবল মো: কায়েম উদ্দিন, কনস্টেবল মো: নায়েম আলী, কনস্টেবল মো: নাজমুল হক, মেম্বার মো: খায়রুল ইসলাম সহ স্থানীয় লোকজন মো: শাহাদাত আলী, মো: সোনারদি, মো: আমিনুল ইসলাম, মো: সাইদুর রহমান সহ এলাকার স্থানীয় আরও অনেক জন।
অভিযোগের বাদি মোসা: পিয়ারা বেগম এবং বিবাদী মো: রুহুল আমিন। অভিযোগের বিষয় হলো: স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ। অভিযোগ তদন্তে মো: মানসুরুর রহমান বলেন দুইটি হারি এক জায়গা থাকলে তাতে একে ওপরের সাথে আঘাত লাগবে। আমরা চাই সকলে শান্তি শৃংখলার সহিত সমাজে বসবাস করুক। আর সর্বপরি আমাদের একে ওপরের প্রতি শ্রদ্ধা,সম্মান ,বিশ্বাস ও ভালোবাসা থাকতে হবে। অল্প কথায় কোন প্রকার দ্বন্দ করা ঠিক নয়। আপনারা সমাজে সুখে শান্তিতে বসবাস করুন এই আমাদের প্রত্যাশা।
আপনাদের স্ব-ইচ্ছা থাকলে আমরা বিষয়টি সামাজিক ভাবে মিমাংশা করার উদ্দোগ গ্রহণ করবো না হয় আমরা আদালতের দ্বারস্থ হবো। আমরা চাই কেউ যাতে তার অধিকার থেকে বঞ্চিত না হয়। সকলে যেনো তার নিজ নিজ অধিকার নিয়ে সমাজে শান্তি শৃংখলার সহিত বসবাস করে। আপনাদের সুবিদার্থে আমরা সামাজিক ভাবে মিমাংশা করার লক্ষ্যে আগামী রবিবার (২৬ শে সেপ্টেম্বর) সকাল ১০ টায় দিন ধায্য করা হলো। আপনারা সহ আপনাদের প্রতিনিধি নিয়ে নিদিষ্ট তারিখ ও সময়ে উপস্থিত হবেন এই আমাদের প্রত্যাশা।