মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

রাজশাহীর গোদাগাড়ীতে গ্রাম বিকাশ কেন্দ্র এর প্রকল্প শুরু কর্মশালা অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩২ বার পঠিত

রাজশাহীর গোদাগাড়ীতে গ্রাম বিকাশ কেন্দ্র এর প্রকল্প শুরু কর্মশালা অনুষ্ঠিত।

তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাধীন রিশিকুল, পাকড়ী, গোদাগাড়ী, মোহনপুর ইউনিয়ন ও কাঁকনহাট পৌরসভার কিষান-কিষানীদের জন্য আয়বৃদ্ধিমূলক লাইফ ও সেইফ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য গ্রাম বিকাশ কেন্দ্র উদ্দ্যোগ গ্রহন করেছে। লাইফ প্রকল্পের আওতায় ৬০০ ও সেইফ প্রকল্পের ৩০০ জন উপকারভোগী বিভিন্ন কৃষি উপকরন সহায়তায় প্রদানের মাধ্যমে আয়-বৃদ্ধিমূলক কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। প্রকল্প দুটি আর্থিকভাবে সহযোগীতা করছে জাপানের দাতা সংস্থা ”জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন ফাউন্ডেশন-জেআইসিএফ। গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভার অডিটোরিয়ামে স্থানীয় প্রশাসন, উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় বাজার ব্যবস্থাপনা কমিটি, পারগানা পরিষদ, ও আদিবাসী গ্রাম প্রধান ও প্রকল্পের উপকারভোগীদের নিয়ে অদ্য ৭ সেপ্টেম্বর, ২০২১ ইং কর্মশালাটি অনুষ্ঠিত হয়।গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) ১৯৯৩ ইং সালে যাত্রা শুরু করে এবং বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলা গুলোতে সফলতার সাথে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় বরেন্দ্র ভূমিতে পিছিয়ে পড়া ও সম্ভনাময় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের সহযোদ্ধা হিসেবে প্রকল্প বাস্তবায়নের উদ্দ্যোগ গ্রহন করে। প্রকল্প অফিস কাঁকনহাট হতে ১১ জন প্রকল্প কর্মকর্তা প্রকল্প দুটি বাস্তবায়নের দায়িত্ব পালন করছে।প্রকল্পের আওতায় বছরব্যাপি বসতভিটায় সবজি চাষ, শেড নেটে নিরাপদ সবজি উৎপাদন, উন্নত পদ্ধতিতে হাঁস-মুরগী, কবুতর পালন, গরুর গোবর হতে কেঁচো সার উৎপাদন, স্কুল-কলেজ হতে ঝড়ে পড়া ছেলে-মেয়েদেরকে কারিগরি প্রশিক্ষণের আওতায় দক্ষ মানব সম্পদ গড়ে তোলা, প্রানিসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় টিকা ও কৃমিনাশক বিতরন, শামুক চাষ, শুকর লালন-পালন সহ বহুমুখি আয়-বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়ন চলমান রয়েছে।

প্রকল্প দুটি মার্চ, ২০২৩ ইং পর্যন্ত অর্থাৎ দুই বছর মেয়াদী প্রকল্পের মাধ্যমে লক্ষিত উপকারভোগীদের জীবনমান উন্নয়নে পর্যাপ্ত সময়কাল না হলেও পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীর উদ্দ্যোক্ত হওয়ার স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে বলে প্রত্যাশা করেন প্রকল্প সমন্বয়কারী জনাব অনন্ত মুরমু।

গ্রাম বিকাশ কেন্দ্রের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো সর্ম্পকে উপস্থিত অংশগ্রহনকারীদের ধারনা প্রদান করেন কৃষি, মৎস্য ও প্রানিসম্পদ ইউনিট প্রধান জনাব মো: রবিউল ইসলাম। কাঁকনহাট পৌরসভার উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত প্রকল্পের উপকারভোগীদের নিরাপদ সবজি উৎপাদনের জন্য উৎসাহিত ও পরামর্শ প্রদান করেন।

অদ্যকার প্রকল্প শুরু বিষয়ক কর্মশালাটি জনাব এম এম আতাউর রহমান মেয়র-কাঁকনহাট পৌরসভার সভাপতিত্ত্বে অনুষ্ঠিত হয়। মেয়র গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) কে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন সেই সাথে যথাযথ বাস্তবায়নের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..