বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

রাজশাহীর গোদাগাড়ীতে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু।।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ১৫৪ বার পঠিত

 

রাজশাহীর গোদাগাড়ীতে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু।।

তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা প্রতিনিধি ঃ

রাজশাহীর গোদাগাড়ীতে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আল-আমিন।

শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যায় গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ এলাকার জাহানাবাদ চাত্রাপুকুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন ওই এলাকার কৃষক আনারুল ইসলামের ছেলে। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেল থেকেই বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল শিশু আল-আমিন।
এক পর্যায়ে সন্ধ্যা হয়ে পড়লে বাড়ির লোকজন তাকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে তার বড় বোন পুকুর পাড়ে এসে ভাইকে পুকুরে ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয়রা পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..