বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন

রাজশাহীর গোদাগাড়ীতে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার।।।।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১৬০ বার পঠিত

 

তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ীতে আরিফিন খাতুন (১৭) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (১২ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার পাকড়ী ইউনিয়নের সোগুনা গ্রামের মো: আফজাল হোসেনের বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়। আরিফিন খাতুন গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের সোগুনা গ্রামের বাসিন্দা পাকড়ি কলেজের এইচএসসির ছাত্রী বলে পুলিশ জানিয়েছেন।
আরিফিন খাতুনের মা জানান, প্রতিদিনের মত সোমবার দুপুরে খাবার খেয়ে ২য় তলায় নিজ ঘরে বিশ্রামে যান  আমার তৃতীয় মেয়ে আরিফিন এরপর রাত ৮ টা পর্যন্ত সে ঘুম থেকে না ওঠায়  তাকে ডাকতে শুরু করি। এ সময় তার কোনো সারা শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখি ফ্যানের সাথে ঝুলে আছে এরপর থানায় খবর দেই। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যা না আত্মহত্যা তা বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..