তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৮ জন; যাদের মধ্যে একজনের করোনামুক্ত হওয়ার পার মারা যান। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা মধ্যে তারা মারা যান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালের কোভিড ইউনিটে একদিনে মারা যাওয়া ২০ জনের মধ্যে সাতজন রাজশাহীর। বাকিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোর দুইজন, নওগাঁর তিনজন, পাবনার চারজন, কুষ্টিয়ার একজন ও মেহেরপুরের একজন মারা যান।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৭ জন। এ দিন সকাল পর্যন্ত ৪৫৪ বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন ৪৭০ জন। আইউসিইউতে চিকিৎসাধীন ২০ জন।