শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:২২ অপরাহ্ন

রাজশাহীতে ৪০ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ১৮৭ বার পঠিত

 

তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা প্রতিনিধি:

আজ ১৬ জুলাই ২০২১ তারিখ ০৪.০০ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া বাজারস্থ এলাকায় অপারেশন পরিচালনা করে ১। ৪০ কেজি গাঁজা, ২। ০১টি প্রাইভেট কার, ৩। ০৩ টি ভ্রমন ব্যাগ, ৪। ০১ টি ড্রাইভিং লাইসেন্স, ৫। ০১ সেট গাড়ীর কাগজপত্র, ৬। ০৩ টি মোবাইল, ৭। ০৪ টি সীমকার্ড, ৮। ০১ টি মেমোরিকার্ড, ৯। নগদ= ২,৮০০/- টাকা সহ আসামী ১। আল আমিন (২১), পিতা-মোঃ মনির, মাতা-মোছাঃ নারগিস আক্তার, এ/পি সাং-কল্পবাস, থানা-বামনপাড়া, জেলা-কুমিল্লা, স্থায়ী ঠিকানা-সাং-দুলালপুর, থানা-বামনপাড়া, জেলা-কুমিল্লা, ২। মোঃ রাব্বি হাসান (২১), পিতা-মোঃ রাজন, মাতা-মোছাঃ নাসিমা বেগম, এ/পি সাং-দক্ষিণ সানারপাড়া (০২ নং গলি), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ, স্থায়ী ঠিকানা-সাং-দরজারপাড়, থানা-টংগীবাড়ি, জেলা-মুন্সিগঞ্জ, ৩। (ড্রাইভার) মোঃ আব্দুস সবুর আলী (৪১), পিতা-মৃতঃ আজিজার রহমান, সাং-বাগমার(গগনপুর), থানা-পতœীতলা, জেলা-নওগাঁগনকে গ্রেফতার করেন।

ঘটনার বিবরণে প্রকাশ-গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ০১টি সিলভার রংয়ের প্রাইভেট কারে মাদকদ্রব্যসহ নাটোর হইতে রাজশাহী অভিমুখে আসিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাত্রী-০২.৫০ ঘটিাকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া বাজারস্থ থানা মোড় সংলগ্ন পুঠিয়া জামে মসজিদের সামনে নাটোর টু রাজশাহীগামী মহাসড়কের উপর চেকপোষ্ট পরিচালনা করি। পরে রাত ০৪.০০ ঘটিকায় উক্ত ঘটনাস্থলে প্রাইভেট কার থামানো মাত্রই ০৩(তিন) জন ব্যক্তি প্রাইভেট কারের দরজা খুলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উল্লিখিত প্রাইভেট কারসহ তাহাদেরকে ঘটনাস্থলেই আটক করা হয়।

উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) ১৯(গ)/৩৮/৪১ ধারার মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..