তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে বিধিনিষেধ না মানায় ৮৪ জনকে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে ৫৫ হাজার ৬০০ টাকা আদায় করা হয়। সোমবার রাজশাহী নগর ও বিভিন্ন উপজেলায় লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি না মানায় ৮৪টি মামলায় এই জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউছার হামিদ।
তিনি জানান, নগরে মামলা হয়েছে ১১টি। তাদের কাছ থেকে জরিমানা করা হয়েছে ৮ হাজার ৭০০ টাকা। এছাড়া উপজেলা পর্যায়ে এদিন মামলা ও জরিমানা করা হয়েছে। গোদাগাড়ীতে মামলা হয়েছে ১৩টি। এসময় জরিমানা করা হয়েছে ৯ হাজার ২০০ টাকা।