রাজশাহীতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগের কর্মী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সোহেল রানা রাজশাহী
ব্যুরো
উন্নত-সমৃদ্ধি ও স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৯ জানুয়ারী আগমন উপলক্ষে ওইদিন জনসভা সফল করার উদ্দেশ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ রাজশাহী মহানগর কমিটির আলোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারী) সন্ধ্যায় শিরোইল বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে কুরআন তেলওয়াত করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মেরাজ।
এর পর এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতাসহ রাজশাহীর গর্ব শহীদ এএইচএম কামারুজ্জামান হেনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তাঁরা। সেই সাথে মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভা শুরু করেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সভাপতি মোঃ হাসিবুল আলম রজন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী সাহেদ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ওয়ালী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শরিফ আলী মুনমুন।
ইতিহাসে স্বাক্ষী হতে জননেত্রীর শেখ হাসিনার জনসভায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধান বক্তারা।
বক্তারা জানান, আমরা সকলে আওয়ামী কর্মী। সারা বাংলার শ্রমিক এক হও স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে। কেউ দাবায়ে রাখতে পারবে না। আগামী ২৯ জানুয়ারী ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভা সফল করতে আমরা প্রস্তুত।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা লাইফ ইন্সুইরেন্সের রাজশাহী বিভাগীয় প্রধান মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী জেলার সভাপতি আব্দুল্লাহ খান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক েলীগ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান