রাজশাহীতে প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম জালিয়াতির অভিযোগে বিক্ষভ
মো: তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলমের দরপত্র অনিয়ম জালিয়াতির তদন্ত কার্য্যক্রমে স্বচ্ছতার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহীর সম্মিলিত ঠিকাদার সমাজ।
রোববার সকাল সাড়ে দশটায় নগরীর পানি উন্নয়ন বোর্ড কার্যালয় চত্বরে এই বিক্ষোভ মিছিল ও ঘন্টাব্যাপী সমাবেশ হয়। সমবেশে, প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ঠিকাদার ও তাদের শ্রমিকরা অংশ নেয়।
বক্তারা বলেন, ২০১৯-২০ অর্থবছরে দরপত্র অনিয়ম ও জালিয়াতি করে পাউবো’র রাজশাহী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলম বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেন।
পরে দুই দফায় তদন্তে তিনি দোষী প্রমানিত হন। কিন্তু সেই প্রতিবেদন আমলে না নিয়ে ৩য় দফার তদন্তে তাকে অব্যাহতি দেয়ার প্রক্রিয়া করছে কর্তৃপক্ষ। যা সম্পুর্ন অনৈতিক। ঠিকাদাররা, এঘটনায় পুনরায় স্বচ্ছ তদন্তের দাবী জানান।