রাজশাহীতে ছেলের হাতে বাবা খুন।।
তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে। রোববার (৫ সেপ্টেম্বর) পৌনে ১১টার দিকে বহরমপুর অচিনতলায় এই ঘটনা ঘটে। নিহত হলেন- মো. জুয়েল (৪৫)। তিনি অচিনতলা এলাকার মজিবুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে নিজের সন্তান মুমিনুল ইসলাম পিয়াসের ছুরিকাঘাতে আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে- নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, মরদেহ রামেক হাসপাতালে রয়েছে। ছেলে পিয়াসকে গ্রেফতার করা হয়েছে।