বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

রাজশাহীতে ছিনতাইকালে দুই ছিনতাইকারী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ১৩৯ বার পঠিত

 

তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী মহানগরীতে ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় আসামীদের কাছ থেকে ছিনতাই করা ১,৩০,০০০ টাকা মূল্যের স্যামসাং মোবাইল ফোন উদ্ধার হয়। আটককৃতরা হলেন, নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি কড়ইতলার মৃত খয়রাত আলীর ছেলে জহুরুল ইসলাম রেন্টু (৩৫) ও মতিহার থানার মধ্যবুথ পাড়ার শামসুল আলমের ছেলে সাহাবুল ইসলাম রুবেল (৩০)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ইউসুফ আলী নামের একব্যক্তি মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নগরের শিরোইল শুভ পেট্রোল পাম্পের পাশ দিয়ে রিক্সাযোগে যাচ্ছিলেন। এ সময় আসামী জহুরুল ও সাহাবুল রিক্সার গতিরোধ করে ইউসুফকে তার পকেটে যা কিছু আছে সব দিয়ে দিতে বলে। ইউসুফ দিতে অস্বীকার করলে আসামীরা বিভিন্ন প্রকার ভয়ভীতি দিয়ে তার পকেট থেকে ১,৩০,০০০ টাকা মূল্যের স্যামসাং মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়।

ইউসুফ আলী ছিনতাইকারী বলে চিৎকার করতে থাকলে আসামীরা দৌড়ে পালাতে থাকে। এ সময় ঘটনাস্থলের পাশেই থাকা বোয়ালিয়া থানা পুলিশের একটি দল স্থানীয় লোকজনদের সহায়তায় আসামী জহুরুল ইসলাম রেন্টু ও সাহাবুল ইসলাম রুবেলকে আটক করে। আটককৃত আসামীদের কাছ থেকে ছিনতাই করা ১,৩০,০০০ টাকা মূল্যের স্যামসাং মোবাইল ফোন উদ্ধার হয়। এ ঘটনার প্রেক্ষিতে বোয়ালিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..